মোঃ মেরাজ আলী চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যবসার প্রাণকেন্দ্র তহাবাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়াস সার্ভিসের ৫টি ইউনিটের ব্যাপক চেষ্টায় ৩ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে।এই আগুন বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটলে সদরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত এলাকা জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ,পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রাকিব, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অগ্নিকান্ডে বাজারের রেডিমেড পোষাক, খাদ্যশষ্য ও মুদি দোকানসহ প্রায় ৩০ থেকে ৪০টি দোকান মালামালসহ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১০কোটি টাকার মালামালসহ নগদ টাকা পুড়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
পরে জেলার শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও গোদাগাড়ীর ৪টি ইউনিট কাজ শুরু করে ৩ ঘন্টা পর সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বাজারের দোকানদারদের আহাজারি মুখর পরিবেশ ভারি করে তোলে।