মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা হওয়ায় এই জেলার সীমান্ত এলাকা দিয়ে বেশিরভাগ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে। আর এই সকল মাদকদ্রব্য কিছু কুখ্যাত মাদক ব্যবসায়ী বিভিন্ন উপায়ে ও কৌশলে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল আজ ২৬ ডিসেম্বর ২০২০ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর উত্তরপাড়া গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে।অভিযানে আমদানীকৃত নিষিদ্ধ ভারতীয় ১৭৯ বোতল ফেনসিডিলসহ মাইনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগর শান্তিমোড় গ্রামের লুৎফুর রহমান ও সমরোদ বিবির ছেলে মোঃ মাইনুল ইসলাম।
সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর উত্তরপাড়া গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের বাড়ীর সামনে ০১ জন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী মাইনুল ইসলামকে আমদানীকৃত নিষিদ্ধ ভারতীয় ১৭৯ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।