মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জ
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার ২১ জানুয়ারি ২০২১ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের জনৈক তরিকুল ইসলাম এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে -১৯৫ পিস এ্যাম্পল ইঞ্জেকশন এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(উনচল্লিশ হাজার) টাকা।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার ০৬ নং ওয়ার্ডের মফিজুল ইসলাম ও ফাতেমা বেগম@গৌরির পুত্র রাজু (২০)।
উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।