মোঃমেরাজ আলী, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমানে জিপিএ-৫ পাওয়া ৯শ ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে প্রথম আলো। ফ্রেস ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় শনিবার (১১ ফেব্রুয়ারী) সকালে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় পাঁচ উপজেলার ৯শ৭৫ জন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা ও সনদপত্র দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মো. আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক জিয়াউল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুস সালাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ফারুকা বেগম। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রথম আলো চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু। চাঁপাইনবাবগঞ্জ প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি আলিউজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্বে করেন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সাইদ মাহমুদ।