মোঃ মেরাজ আলী চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমান ভারতীয় সিগারেটসহ এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আটককৃত যুবক হলো জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে বেনজীর আহমেদ(৪৫)। র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০২ এপ্রিল) সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি আভিযানিক দল শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মরদানা গ্রামের দাড়ার ব্রীজ এলাকায় ৫৬, ৫০০ভারতীয় সিগারেট সহ বেনজীর আহমেদকে হাতেনাতে আটক করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়ায়াধীন রয়েছে।