মোঃ মেরাজ আলী,চাঁপাইনবাবগঞ্জঃ
র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাথীন রাণীহাটি ইউনিয়নের রাণীহাটি গ্রামস্থ রাণীহাটি ডিগ্রী কলেজের গেটের সামনে বারঘরিয়া হতে শিবগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯৫ গ্রাম হেরোইনসহ এক জনকে আটক করা হয়।
আটককৃত আসামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুর ইউনিয়ানের পারঘোড়াপাখিয়া গ্রামের -মোঃ আলকেস মাষ্টার ও মৃত লাইলি খাতুন ছেলে মোঃ বাবু আলী (৩২)।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাথীন রাণীহাটি ইউনিয়নের রাণীহাটি গ্রামস্থ রাণীহাটি ডিগ্রী কলেজের গেটের সামনে বারঘরিয়া হতে শিবগঞ্জ গামী পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে উপরোক্ত মাদক ব্যবসায়ীকে ৯৫ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ হেরোইন সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।