মোঃ মেরাজ আলী, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর চলমান মাদক বিরােধী অভিযানে গােদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নের ফ্লুইচগেট বাজারের মাহবুবুর রহমানের বাড়ীর সামনে থেকে নয়শত পঁচিশ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।
অভিযানে আটককৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বালিয়াদিঘী কলােনী এলাকার হুমায়ন কবির ও সাজেদা বেগমের ছেলে মােঃ মিজানুর রহমান ( ২৭ ) ।
জানাগেছে , গােপন সংবাদের ভিত্তিতে র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প জানতে পারে মাদক পাচারের জন্য বাসুদেবপুরে ১ ব্যক্তি অবস্থান করছে । খবর পাবার পর ৪ ডিসেম্বর রাতে ঐ এলাকায় অভিযান চালিয়ে নয়শত পঁচিশ পিস ইয়াবাসহ ১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন । এ ঘটনায় গােদাগাড়ী থানায় একটি মামলা রুজু করা হয়েছে ।