মো. জামাল হোসাইন, চান্দিনা( কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা বাজার সংলগ্ন ঘনবসতিপূর্ন ধাঁনসিড়ি অাবাসিক এলাকায় ভয়াবহ অগ্নকান্ডের ঘটনা ঘটেছে রবিবার রাত অানুমানিক ১০ টায়। মূহুর্তেই অাগুন ছড়িয়ে পড়ে চারদিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় চান্দিনা ফায়ারসার্ভিস এর দমকলবাহিনী। তাদের চৌকস প্রচেষ্টায় স্থানীয় পুলিশ ও জনাতার সহয়তায় প্রায় অধাঘন্টা পর অাগুন নিয়ন্ত্রনে অাসে। প্রায় ২০ টি দোকান পুড়ে যায় অাগুনে। প্রাথমিকভাবে ব্যপক ক্ষয়ক্ষতির অাশংকা করছে সকলে। স্থানীয় একটি বেকারি থেকে অাগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে স্থানীয় জনতা। তবে, স্থানীয় প্রশাসন ও পুলিশ যৌথভাবে অাগুন লাগার কারন অনুসন্ধান করছে।