মোঃ জামাল হোসাইন, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনায় সরকারি সার গুদামের ভবন নির্মাণের কাজ শুরু হয় অাজ সকল ৯ টায়। কাজ শুরু হওয়ার পর কর্মীদের কোদালে লোহা সদৃশ্য বস্তুর অস্তিত্ব টের পায় তারা। পরবর্তীতে অারও গভীরে গলে মাটি খুঁড়ে পাওয়া গেল অবিস্ফোরিত বেশকিছু মর্টার শেল! স্থানীয়রা ধারণা করছে অবিস্ফোরিত বোমাগুলো মুক্তিযুদ্ধের সময়কালের কিংবা ২য় বিশ্বযুদ্ধের সময়কালের। ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে জানা যায়, স্থানীয় জনগন বিষয়টি প্রশাসন কে ইতিমধ্যেই জানিয়েছেন।