মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ৫০ পাউন্ডের কেক কাটা হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করে রাখতে চুয়েট প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামীকাল ২৬ মার্চ (শুক্রবার), ২০২১ খ্রি. সকাল ০৯.৫০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভা, ছাত্রকল্যাণ দপ্তর একাদশ বনাম স্টাফ ওয়েলফেয়ার কমিটি একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া-মোনাজাত, সন্ধ্যায় জমকালো আতজবাজি উৎসব ইত্যাদি।