তুহিন খন্দকার, ভোলা:
ভোলা বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের সন্ত্রাসী কর্মকান্ড ও পরিষদে নানা অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়নের ৫ শতাধিক আওয়ামী লীগ নেতা কর্মী ও সাত জন ইউপি সদস্য সংবাদ সম্মেলন করেন।
পক্ষিয়া ইউনিয়ন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মামুন হাসান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানায়, মামুন পর পর তিন বারের নির্বাচিত ইউপি সদস্য, পূর্ব শত্রুতার জের ধরে গত ২৯ অক্টোবর ২০২২ তারিখ শনিবার বিকাল আনুমানিক ৩ টার সময় বোরহানগঞ্জ বাজারে পক্ষিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের নেতৃত্বে তার ছেলে রোহান সর্দার (২২), জাকির হোসেন (৩৩), মোঃ রুবেল (৩৫), লিমন হোসেন করিম (২৪), মোঃ মহসিন(২৩), মোঃ হাসান (২৬), মোঃ রায়হান শুভেল(২২), মোঃ লিটন সহ আরো অন্তত ৫-৬ জন দেশীয় অস্ত্র দা, চাপাতিসহ লোহার রড ও লাঠি দিয়ে মামুনকে খুন করার উদ্দেশ্যে হামলা চালায়। স্থানীয় লোকজন হামলাকারীদের হাত থেকে ইউপি সদস্য মামুনকে রক্ষা করতে এগিয়ে আসলে হামলা কারীরা রবি আলম, মোঃ রাশেদ, মোঃ বাবুল মোল্লা, হাসানুজ্জামান সবুজ ও নুরে আলমকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। মামুন আরো অভিযোগ করেন, ঘটনা স্থলে চেয়ারম্যান আলাউদ্দিন সরদার সর্ব প্রথম মামুনের উপরে হামলা করেন। ওই দিন বোরহানগঞ্জ হাটবারে হাজার হাজার মানুষের সামনে দিবালোকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়। চেয়ারম্যান আলাউদ্দিন সর্দাররে নেতৃত্বে হামলার ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। হামলার সাথে জড়িত আলাউদ্দিন সরদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ওই সংবাদ সম্মেলনে পক্ষিয়া ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নোমান জানান, আলাউদ্দিন সরদার ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। পক্ষিয়া ইউনিয়নে আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকে যারা ভোট দিয়েছেন মূলত তারাই এখন আলাউদ্দিন সরদারের রোষানলে পড়ে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকেন। নৌকা প্রার্থী নাগর হাওলাদারের পক্ষে নির্বাচনে কাজ করায় আলাউদ্দিন সরদার ক্ষিপ্ত হয়ে জনৈক এক নারীকে দিয়ে আমার নামে ৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে ভোলা বিজ্ঞ জজ আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ওই মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত তা খারিজ করে দেন। পুনরায় একই মহিলা দিয়ে চেয়ারম্যান আলাউদ্দিন সরদার ১৪ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে
আরেকটি মামলা করেন। মামলা নং ৬৩২/২২।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইউপি সদস্যগণ আরো অভিযোগ করেন, আলাউদ্দিন সরদার নির্বাচিত হওয়ার পর থেকে আওয়ামীলীগ পন্থী ইউপি সদস্যদেরকে কোন ঠাসা করতে সরকারী সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে। কথায় কথায় ইউপি সদস্যদের সাথে দুর্ব্যবহার ও মারধর করেন। চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের জুলুম ও নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য পক্ষিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে ফোন রিসিভ নাকরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।