সুমন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
১ নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলী ও সম্পাদক আশরাফুল ইসলাম হুমায়নও ২ নং ওয়ার্ডের সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল হক ও সম্পাদক মনিরুল ইসলাম ৷
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে পুকুরিয়া কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের (ভা:) সভাপতি মোঃ আবু নজির মিয়া,আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন সরকার , যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, নুর মোহাম্মদ চৌধুরী সন্জু, ত্রাণ বিষয়ক সম্পাদক আঃ কাহ্হার সিদ্দিকী, সম্মেলন উদ্বোধন করেন ইউনিয়ন আ’লীগের সভাপতি রউফ সিরাজী , প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুম সিকদার সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ৷
সম্মেলনে ২য় অধিবেশনে আগামী ৩ বছরের জন্যে ১ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইউসুফ আলী ও সম্পাদক আশরাফুল ইসলাম হুমায়ন এবং ২ নং ওয়ার্ডের সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল হক ও সম্পাদক মনিরুল ইসলামের নাম ঘোষণা করা হয়৷