সিলেট প্রতিনিধিঃএইচ.এম.কাওছার আহমেদ
গত বৃহস্পতিবার দুপুরে ৪.৫০ মিনিটের সময় বৈদ্যুতিক শট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে যায় ছাতক উপজেলার চেচান গ্রামের হতদরিদ্র ৩ভাই সিরাজুল ইসলাম, ফয়জুল ইসালম ও শামসুদ্দিন মিয়ার ৩টি ঘর।
গত বুধবার মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব ফুলতলী) হত দরিদ্র পরিবারের ৩টি ঘর পরিদর্শন করেন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ নগদ আর্থিক সাহায্যে দান করেন এবং তাৎক্ষণিক গৃহ নির্মান করার ব্যবস্থা করেন ।
এরিধারাবাহিকতায় ”লতিফি হ্যান্ডস” এর ব্যবস্থাপনায় ৩টি ঘর ও ৬টি চৌকি সহ ১টি পরিবার চলার ক্ষেত্রে যেসব জিনিসের প্রয়োজন হয় এই ৩টি পরিবারকে দেয়া হয় ।
এসময় উপস্থিত ছিলেন লতিফি হ্যান্ডস এর সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী সহ প্রমূখ।