নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান ও করোনা মহামারিতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী খেটে খাওয়া মানুষ, অসহায়, দুস্থ ও শ্রমজীবী মানুষের মধ্যে কানাইঘাট উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ এর উদ্যোগে কানাইঘাট উপজেলাধীন ০৫ নং বড়চতুল ইউনিয়নের ০৫নং ওয়ার্ডে ইফতার ও পানি বিতরন করা হয়েছে।
রবিবার (০২ মে) বিকালে ০৫ নং বড়চতুল ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডের সকল মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ,ছাত্রলীগ নেতা জাবলু, ছাত্রলীগ নেতা রুমান ও ছাত্রলীগ নেতা কয়েস।
এ ব্যাপারে জুবেল আহমদ বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিলো, এখনো করোনার এই মহামারির সময়ে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি ইউনিটে ছাত্রলীগ মানবসেবায় কাজ করে যাচ্ছে। রাজনীতি মানেই মানুষের সেবা করা এটা আজ ছাত্রলীগ তাদের মানবিক কাজের মাধ্যমে প্রমাণ করছে।