মাজহারুল ইসলাম বাদল স্টাফ রিপোর্টার।
সোনারগাঁও রয়েল রির্সোটে শনিবার (৩ এপ্রিল) বিকোলে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে দ্বিতীয় স্ত্রীসহ অবরুদ্ধ করে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও নারায়নগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহপতি সোহাগ রনির বিরুদ্ধে সোনারগাঁ থানায় এজাহার জমা দেয়া হয়েছে। এজাহারে অজ্ঞাত আর অনেককে আসামী করা হয়েছে। ঢাকা-১০ আসনের হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী বাদি হয়ে এই এজাহার (অভিযোগ) দেন।
অভিযোগ পত্রটি রবিবার (৪ এপ্রিল) দুপুরে সোনারগাঁ থানাও ওসি রফিকুল ইসলামের হাতে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁয়ের হেফাজত নেতা মাওলানা মহিউদ্দিন খাঁন ও মাওলানা ইকবাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এজাহারে উল্লেখ করা হয়, হেফাজতে ইসলাম এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক ৩ এপ্রিল শনিবার সােনারগাঁও রয়েল রির্সোর্টে বিশ্রামের জন্য সস্ত্রীক হােটেলে অবস্থান গ্রহণ করেন । তিনি হােটেলের সম্পূর্ণ নিয়ম কানুন মেনে অবস্থান করছিলেন । কিন্তু হােটেল মালিক সাইদুর রহমান এর ম্যানেজার ও কর্মচারীবৃন্দ আল্লামা মামুনুল হক এর নিরাপত্তা দিতে ব্যর্থ হন এবং এলাকার কতিপয় সন্ত্রাসী সােনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি মােঃ রফিকুল ইসলাম নান্নু ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাজী শাহ মােঃ সােহাগ রনির নেতৃত্বে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে আল্লামা মামুনুল হক এর উপর হামলা চালায় । তাহার জামার কলার ছিড়ে ফেলে , দাড়ি মুবারক ধরে টান দেয় এবং শারীরিক ভাবে লাঞ্চিত করে অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাহা গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায় ।