রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ২নং ধুলাউড়ি ইউনিয়নের চেয়ারম্যান জরিপ আহম্মেদ মাষ্টার উন্নয়ন ও উন্নতির অগ্রযাত্রায় এগিয়ে আছেন পাবনা জেলার মধ্যে।।
জরিপ আহম্মেদ জানিয়েছেন,আমি কতটুকু কাজ করতে পেরেছি সাধারণ জনগনের তা আমি কিছুই বলবো না কিন্তু আমি যদি কাজ করে থাকি এবং জনগনের সেবা করে থাকি তাহলে জনগনই বলবে আমাকে দিয়ে সাধারণ জনগনের কত টুকু উন্নয়ন ও উন্নতি হয়েছে।।
আমি সাধারণ জনগনের পাশে আছি এবং থাকবো।
সার্বিকভাবে আমার ইউনিয়নের কাজের পাশাপাশি আমি আমার ইউনিয়ন কার্যালয়ের কাজ করেছি।আমি হাইস্কুল,মাদ্রাসা কলেজ এবং একটি লাইব্রেবীর কাজ করছি সকল ছাত্র-ছাত্রীদের জন্য।।
বিগতদিনে যতগুলো ইউনিয়ন চেয়ারম্যান ছিল তাদের মধ্যে আমাদের জরিপ আহম্মেদ স্যার অন্যতম আমাদের বিপদে আপদে সার্বিকভাবে পাশে থেকেছেন আমরা চাই আমাদের ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে বর্তমান চেয়ারম্যান জরিপ আহম্মেদ স্যারকে আবারো নৌকার প্রতীক দিয়ে আমাদের সাথে থাকার সুযোগ যেন বাংলাদেশ আওয়ামীলীগ করে দেয় এটাই আমাদের প্রত্যাশা এবং বড় পাওয়া।সাধারণ জনগনের কিন্তু মননীত হয়েই আছেন জরিপ আহম্মেদ মাষ্টার এমন মন্তব্যই করেছেন ধুলাউড়ি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন।।
দৈনিক আমাদের সংগ্রাম পত্রিকার ষ্টাফ রিপোর্টার রোকন বিশ্বাস ২২টি এলাকা ঘুড়ে এবং সাধারণ জনগনের কাছে গিয়ে চেয়ারম্যান হিসাবে কে কাকে চান সেই দিক নির্দেশনা করে সর্বোচ্চ ৭৫% জনপ্রিয়তায় এগিয়ে আছেন জরিপ আহম্মেদ মাষ্টার।।
সাধারণ জনগন সাংবাদিকদের আরো জানিয়েছেন,আমাদের মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান হিসাবে চাই জরিপ আহম্মেদ মাষ্টারকে কারণ আমরা কখনো অন্য চেয়ারম্যানকে দেখি নাই কোন দিন এইভাবে উন্নয়ন করতে কিন্তু আমাদের শিক্ষক জরিপ আহম্মেদ সকল গরিব দুঃখী ও মেহনতি মানুষের দ্বার প্রান্তে গিয়ে সরকারের ১০ টাকার সূলভ মূল্যর কার্ড-ভি,জি,ডি কার্ড এবং তৃণমূল গরীব মানুষের ঘর দেওয়া,শীতের সময় শীতবস্ত্র বিতরন করেন,করোনা ভাইরাসের সময় আমাদের চাউল,ডাউল,তেল,পিয়াজ থেকে যা যা প্রয়োজন হয় সকল কিছুই বিতরণ করেছেন এবং রাস্তার কাজ সুষ্ঠ ও সুন্দর ভাবে করেছেন।কিছু কিছু এলাকায় বর্ষার পানিতে তলিয়ে যাওয়া রাস্তা গুলোও আজকে আমাদের চেয়ারম্যান জরিপ আহম্মেদ মাষ্টারই করেছেন।তাহলে আমরা কেন চাইবো না আমাদের রুপকার চেয়ারম্যানকে।আমাদের দাবি একটাই আমরা আমাদের চেয়ারম্যান হিসাবে জরিপ আহম্মেদ মাষ্টারকেই চাই বাংলাদেশ আওয়ামী লীগ দলের কাছে এটাই আমাদের চাওয়া পাওয়া আমাদের অহংকার-আমাদের গর্ব,
জরিপ আহম্মেদ মাষ্টার-এমন মন্তব্যই করেছেন সাধারণ জনগন।।।