দৌলতখান প্রতিনিধিঃ ভোলার দৌলতখান উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ জয়নুল আবদীন ল্যাবরেটরী হাই স্কুলে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় শ্রেনিকক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রদান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান ৭ ই মার্চের তাৎপর্য তুলে ধরেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য সহকারী শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিল।