রিপোর্টারঃরাকিবুল ইসলাম রিফাত দুমকী,পটুয়াখালী
সাম্প্রদায়িকতা বিরোধী, ভাস্কর্যের অবমাননা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার নিন্দা জানিয়ে আজ সকাল ১১.০০ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যথাযথ স্বাস্থবিধি মেনে মানববন্ধন!যেখানে অংশগ্রহণ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ
এছাড়াও অংশগ্রহণ করেছিলেন
সৃজনী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
যেখানে উপস্থিত ছিলেন জনাব আ.ক.ম মোস্তফা জামান,(ছাত্র উপদেষ্টা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও অধ্যক্ষ সৃজনী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল এন্ড কলেজ) উপস্থিত বক্তব্য ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন।সবার মাঝে দিকনির্দেশনা মূলক কথা ও বিজয় মাসের গুরুত্ব তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে।এছাড়াও উপস্থিত ছিলেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।সকলেই গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন।সর্বোপরি সবাই মিলে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেন।