ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সাবেক সফল রাষ্ট্রনায়ক, পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে ১৪ জুলাই ২০২১ বাদ আছর এডভোকেট মাসুদুর রহমান এর অফিসে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শরীয়তপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মাসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পর্টি শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি সুলতান আহমেদ সরদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাদল বন্দুকছি, সাংগঠনিক সম্পাদক সাহিদ সরদার, কৃষি বিষয়ক সম্পাদক হালিম বন্দুকছি, শরীয়তপুর পৌরসভা জাতীয় পার্টির সভাপতি বাবুল মজুমদার, সাধারণ সম্পাদক আল- আমিন শাওন, কৃষক পার্টির আহবায়ক ইউনুছ মাদবর, জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহব্বায়ক রিপন মাদবর, আব্বাস চকিদার প্রমূখ।