ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার, জামালপুর, জাতীয় পর্যায়ের সঙ্গীত জগতে আলো ছড়াচ্ছে জামালপুরের জহুরুল ইসলাম জনি নামের ছোট্ট ছেলেটি।ইতোমধ্যেই গীতিকার, সুরকার, গায়ক আর তবলাবাদক হিসেবে তার পরিচিতি জামালপুরের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে।স্বমহিমায় উদ্ভাসিত হতে শুরু করেছে তার সঙ্গীত বিষয়ক প্রতিভা। আমরাও তার কাছে পৌঁছেছি তার সম্পর্কে কিছু জানতে আর আমাদের পাঠকদের জানাতে।সঙ্গীতের একাধিক শাখায় প্রতিভাধর জহুরুল ইসলাম জনি জামালপুর পৌর শহরের বানিয়া বাজার ডাকপাড়া এলাকার মোঃ আব্দুল মালেক ও মোছাম্মৎ ঝর্ণা বেগমের ঘর আলোকিত করে ১৯৯২ সালের ১ জানুয়ারি পৃথিবীতে আসে। তিন ভাই আর তিন বোনের মধ্যে জনির অবস্থান দ্বিতীয়। তার পিতা আব্দুল মালেকও একজন কণ্ঠশিল্পী পাশাপাশি একজন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী। পিতার গান গাওয়ার প্রতি আকৃষ্ট হয়েই মূলত তার সঙ্গীত জগতে পা রাখা আর তারপর বহু সংগ্রাম আর সাধনায় আজকের এ অবস্থানে আসা। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মাত্র এগারো বছর বয়সেই ওর এই সঙ্গীত জগতে পদার্পণ। সে সময় থেকেই ও কবিতা লিখতো আর আপন মনে গান রচনা করে নিজেই গাইতো। তারপর আনুষ্ঠানিকভাবে ২০১২ সালে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি থেকে তবলায় প্রশিক্ষণ গ্রহণ করে। তারপর ২০১৮ সালে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি থেকে সঙ্গীতে প্রশিক্ষণ গ্রহণ করে সে।তার রচিত আর সুরারোপিত গানে কন্ঠ দিয়েছেন দেশবরেণ্য অনেক কন্ঠশিল্পী। তাদের সুদীর্ঘ এ তালিকায় রয়েছেন, জনপ্রিয় কন্ঠশিল্পী আশরাফ উদাস, ফাহমিদা রত্না, আঁখি আনজুম, মৌসুমী ইকবাল, কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফিরোজ বাঁধন, ক্লোজআপ ওয়ান তারকা সালমাসহ অনেকেই। একাধিক টেলিভিশন চ্যানেলে তার গান প্রচারিত হয়েছে, বের হয়েছে এ্যালবামও। আর এতকিছুর পিছনে রয়েছে তার পিতা আব্দুল মালেক, বন্ধুবর মাহবুব আলী, বড় ভাই রবিউল ইসলাম রাসেল, জামালপুর ও ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট প্রশিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীগণ। সে সকলের প্রতি সাংবাদিকদের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছে। তার লেখনীতে দেশমাতৃকার প্রতি যেমন দরদ ফুটে ওঠেছে তেমনি জীবনের নানাদিক আর প্রেম বিরহের গল্পগাঁথাও স্পষ্টতা পেয়েছে। জীবনযুদ্ধে সংগ্রাম করা এই তরুণ সঙ্গীত ব্যক্তিত্ব নিজস্ব উদ্যোগ আর তত্বাবধানে জামালপুর শহরের বানিয়াবাজারে গড়ে তুলেছে জনি একাডেমি নামক এক সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র। এখানে সে প্রশিক্ষণার্থীদের নামমাত্র মূল্যে তবলা ও গান শেখায়। সে সংশ্লিষ্ট সকলের ভালবাসা আর সহযোগিতায় আরও অনেক দূর এগিয়ে যেতে চায়।