সিলেট প্রতিনিধিঃ
গত ২৮/০৬/২০২১ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) দেবাশীষ দেব সঙ্গীয় অফিসার এসআই(নিরস্ত্র) মোঃ হাসানুজ্জামান, এএসআই(নিরস্ত্র) মোঃ রেজাউল করিম, এএসআই(নিরস্ত্র) ফারুক আহমদ, এএসআই(নিরস্ত্র) মোস্তাফিজুর রহমান সর্ব জালালাবাদ থানা, এসএমপি, সিলেট সহ জালালাবাদ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার জনিত বিশেষ অভিযান পরিচালনা করাকালে রাত অনুমান ২২:৪০ ঘটিকার সময় মাদিনা মার্কেট পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র জালালাবাদ থানাধীন করেরপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন করেরপাড়া প্রবেশ মূখে ৮নং সিটি ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ এর কার্যালয় সংলগ্ন কালভার্টের উপর রাত অনুমান ২২:৫০ ঘটিকার সময় পৌঁছে সঙ্গীয় অফিসারদের সহায়তায় আসামী ১। বিরাজ চৌধুরী(৪২) পিতা-মৃত সরুজ কান্তি চৌধুরী @ রঞ্জু চৌধুরী,মাতা-কৃষ্ণা রানী চৌধুরী, সাং-কাকাইলছেও, শ্যামপুর, থানা- আজমিরীগঞ্জ, জেলা-হবিগঞ্জ বর্তমানে সাং-করেরপাড়া, বাসা নং-মোহনা/বি-৯৬, থানা- জালালাবাদ, জেলা-সিলেট, ২। আব্দুল মুকিত খান(৪৩) পিতা-মৃত রহমত খান,মাতা-মৃত মমতা বিবি, সাং- পাঠানটুলা, মোহনা-২৫ ব্লক-এ, থানা- জালালাবাদ, জেলা-সিলেটদ্বয়কে ধৃত করেন। ধৃত ব্যক্তি দ্বয়ের দেহ তল্লাশী করে ১নং আসামী বিরাজ চৌধুরী এর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের মোট ১০(দশ) পিস ইয়াবা সদৃশ্য মাদক দ্রব্য এবং ২নং আসামী আব্দুল মুকিত খান এর পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের ডান পকেট হতে সোনালী রংয়ের বেনসন সিগারেটের প্যাকেটের ভিতর সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের মোট ০৯(নয়) পিস ইয়াবা সদৃশ্য মাদক দ্রব্য যা সর্বমোট-১৯(ঊনিশ) পিস ইয়াবা সদৃশ্য মাদক দ্রব্য ওজন অনুমান-(০.১x১৯)= ১.৯ গ্রাম, মূল্য অনুমান-(১৯x৩০০)=৫,৭০০/- (পাঁচহাজার সাতশত) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ২৮/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত ২৩:১০ ঘটিকার সময় বাদী জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) দেবাশীষ দেব বাদী হয়ে আটক ০২ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-২১, তাং-২৯/০৬/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০ (ক) রুজু করা হয়। আটক আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।