সিলেট প্রতিনিধিঃ
২৮/০৬/২০২১ খ্রিঃ তারিখ এসআই(নিরস্ত্র) লিটন চন্দ্র নাথ, সঙ্গীয় অফিসার এএসআই(নিরস্ত্র) মোঃ আব্দুস সাত্তার, এএসআই(নিরস্ত্র) মোঃ রেজাউল করিম, এএসআই(নিরস্ত্র) ফারুক আহমদ, এএসআই(নিরস্ত্র) মোস্তাফিজুর রহমান সর্ব জালালাবাদ থানা, এসএমপি, সিলেট সহ জালালাবাদ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার জনিত বিশেষ অভিযান পরিচালনা করাকালে রাত অনুমান ২০:৩০ ঘটিকার সময় তেমূখী পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অত্র জালালাবাদ থানাধীন সিলেট-সুনামগঞ্জ রোডস্থ জাঙ্গাইল সাকিনের হাজী ইউসুফ আলী পেট্রোল পাম্পের বিপরীতে পাকা রাস্তার পাশের্^ কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার সহ ঘটনাস্থল অত্র জালালাবাদ থানাধীন সিলেট-সুনামগঞ্জ রোডস্থ জাঙ্গাইল সাকিনের হাজী ইউসুফ আলী পেট্রোল পাম্পের বিপরীতে পাকা রাস্তার পাশের্^ রাত অনুমান ২০:৪৫ ঘটিকার সময় পৌঁছে সঙ্গীয় অফিসারদের সহায়তায় আসামী ১। কালা মিয়া(৪৫) পিতা-মৃত আব্দুল গনি, সাং-জাঙ্গাইল পূর্বপাড়া, পোঃ টুকের বাজার,থানা- জালালাবাদ, জেলা-সিলেটকে ধৃত করেন। ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে বর্ণিত আসামীর পরিহিত চেক লুঙ্গির কোচরের ভিতর হতে নিজ হাতে বের করে দেয়া মতে ১৮ পুরিয়া শুকনা গাঁজা সদৃশ্য মাদক দ্রব্য যাহার ওজন অনুমান ৯০(নব্বই) গ্রাম, মূল্য অনুমান ১৮০০/-(একহাজার আটশত) টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ২৮/০৬/২০২১ খ্রিঃ তারিখ রাত ২০:৫০ ঘটিকার সময় বাদী জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে এই সংক্রান্তে এসআই(নিঃ) লিটন চন্দ্র নাথ, বাদী হয়ে আটক ০১ জন আসামীর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-২০, তাং-২৮/০৬/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১৯ (ক) রুজু করা হয়। আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি অফিসার ইনচার্জ, জনাব মোঃ নাজমুল হুদা খাঁন, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।