• শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
আজকের আকাশের চাঁদ লালমোহনে জমি বিরোধে বৃদ্ধা মা ও ছেলেকে হত্যা চেষ্টা! ৩৮কেজি গাঁজা সহ ০১মাদক কারবারী আটক করেছে র‍্যাব-১৪ ফরিদগঞ্জে মোটরসাইকেলের বেপরোয়া গতি কেড়ে নিল ২ বন্ধুর প্রাণ স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে নিয়ে দলিত পিছিয়েপড়া জনগোষ্ঠীর মতবিনিময় সভা- কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ

জিএমইএ নির্বাচন: সম্মিলিত পরিষদের পরিচিতি সভা চট্টগ্রামে।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ২৭৮ জন পড়েছে
প্রকাশিত সময়: রবিবার, ২৮ মার্চ, ২০২১

মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো।

 

উড়ো চিঠি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করে বিজিএমইএ নির্বাচনে জেতা যাবে না। প্রতিটি গার্মেন্টস মালিক জানেন, বিজিএমইএ’র জন্য প্রকৃতপক্ষে কারা কাজ করেছেন। আমাদের দরকার মেনিফেস্টার, উড়ো চিঠি নয়। সুন্দর কথার প্রয়োজন নেই। কাজ দেখানো প্রয়োজন। বিজিএমইএ ভবন তৈরির জন্য সম্মিলিত পরিষদ অক্লান্ত পরিশ্রম করে জায়গা বের করেছেন। কিন্তু ফোর ওই জায়গায় একটি ইটও বসাতে পারেনি।

 

আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে শনিবার (২৭ মার্চ) রাতে নগরীর এক অভিজাত হোটেলে আয়োজিত ‘সম্মিলিত পরিষদ পরিচিতি’ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

 

সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠনে বক্তব্য রাখেন, সম্মিলিত পরিষদের সভাপতি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ও ঢাকা (উত্তর) মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি ও এমপি শফিকুল ইসলাম (মহিউদ্দিন), সাবেক সভাপতি ও এমপি আবদুস সালাম মুর্শেদি, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, সাবেক সভাপতি কাজি মনিরুজ্জামান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কুতুবুউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস, সাবেক সভাপতি রেদওয়ান আহমেদ প্রমুখ। সৈয়দ এম তানভীর’র এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী।

 

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, সম্মিলিত পরিষদে ১১ জন সাবেক সভাপতি রয়েছেন। এই গৌরব এটাই নির্দেশ করে সম্মিলিত পরিষদ প্যানেলই বিজিএমই’র ভবিষ্যৎ। তাই সম্মিলিত পরিষদকে ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী করে বিজিএমই’র সুন্দর ও নির্ভরযোগ্য ভবিষ্যত নিশ্চিত করতে হবে।

 

প্যানেল লিডার জায়ান্ট টেক্সটাইল লিমিটেডের ফারুক হাসান এর নেতৃত্বে সম্মিলিত পরিষদের মোট ৩৫জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে ফারুক হাসানসহ ঢাকা রিজিয়নে ২৬ জনের মধ্যে আছেন এডামস এপারেলস লিমিটেডের মো. সহিদুল হক মুকুল, ব্রাদার্স ফ্যাশন লিমিটেডের আব্দুল্লাহ হিল রাকিব, ক্লাসিক ফ্যাশন কনসেপ্ট লিমিটেডের মো. শহীদউল্লাহ আজিম, ক্রোণী ফ্যাশন লিমিটেডের নীলা হোসনে আরা, ডেনিম এক্সপার্ট লিমিটেডের মো. মহিউদ্দিন রুবেল, ডিজাইন এন্ড সোর্স লিমিটেডের জাহাঙ্গীর আলম, ডিজাইনটেক্স নীট ওয়ার লিমিটেডের খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইন লিমিটেডের ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী, এনভয় ফ্যাশন লিমিটেডের তানভীর আহমেদ, হামিদ সোয়েটার লিমিটেডের ইন্তেখাবুল হামিদ (অপু), জে.এফ.কে ফ্যাশন লিমিটেডের এম. কফিল উদ্দিন আহমেদ, লায়লা স্টাইলস লিমিটেডের মো. ইমরানুর রহমান, মেসিস গার্মেন্টস লিমিটেডের মো. আশিকুর রহমান (তুহিন), মিসামী গার্মেন্টস লিমিটেডের মিরান আলী, নিপা ফ্যাশন ওয়ার ইন্ডাস্ট্রি লিমিটেডের মো. খসরু চৌধুরী, পশমি সোয়েটার লিমিটেডের মো. মশিউল আজম (সজল), সাদমা ফ্যাশন ওয়ার লিমিটেডের মো. নাসির উদ্দিন, সেহা ডিজাইন (বিডি) লিমিটেডের এস.এম. মান্নান (কচি), স্প্যারো এপারেলস লিমিটেডের শোভন ইসলাম, টর্ক ফ্যাশন লিমিটেডের মুহাম্মদ কামাল উদ্দিন, টি.আর.জেড গার্মেন্টস লিমিটেডের হারুন অর রশিদ, তুসুকা ফ্যাশন লিমিটেডের আরশাদ জামাল (দিপু), ঊর্মি গার্মেন্টস লিমিটেডের আসিফ আশরাফ, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেডের মো. সাজ্জাদুর রহমান মৃধা (শিপন), ইয়ং ফোর এভার টেক্সটাইল লিমিটেডের রাজীব চৌধুরী। চট্টগ্রাম রিজিওনে আছেন এ.এস.আর এপারেলস লিমিটেডের এ.এম শফিউল করিম (খোকন), এমহিকো ফেব্রিক্স প্রাইভেট লিমিটেডের এম আহসানুল হক, ফোর এইচ এপারেলস লিমিটেডের মো. হাসান (জ্যাকি), এইচকেসি এপারেলস লিমিটেডের রকিবুল আলম চৌধুরী, লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের তানভীর হাবিব, এনএলজেড ফ্যাশন লিমিটেডের মো. মেরাজ-ই-মোস্তফা, আরএসবি ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের অঞ্জন শেখর দাশ, টপ স্টার ফ্যাশন লিমিটেডের মো. আবচার হোসেন, ওয়েল ডিজাইনারস লিমিটেডের সৈয়দ নজরুল ইসলাম।

 

প্রসঙ্গত, আগামী ৪ এপ্রিল বিজিএমইএ’র ৩৫ পরিচালক নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচিতরা ৬ এপ্রিল সভাপতি ও সাত সহসভাপতি নির্বাচিত করবেন। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবার ভোটার সংখ্যা তিন হাজার ৩১৩। এর মধ্যে ঢাকায় এক হাজার ৮৫২ এবং চট্টগ্রামে ৪৬১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌