মো:তারিকুর রহমান চুয়াডাগা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ এক নারী ও এক পুরুষ আসামি আটক করেছে৷ শনিবার (৫ই ডিসেম্বর) বেলা দেড়টার সময় উপজেলার মোক্তারপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জীবননগর উপজেলার মাধবখালি গ্রামের মৃত বাকের আলীর ছেলে রহমান (৪৮) এবং মোক্তারপুর গ্রামের আলেফ উদ্দিনের স্ত্রী খদেজা বেগম।
পুলিশ জানায়, জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে থানার একদল চৌকস পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে জীবননগর উপজেলার মোক্তারপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে৷ এ সময় ২ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ১৮ হাজার টাকাসহ দুই আসামিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাদক ব্যবসা নির্মূল করার লক্ষ্যে পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশে থানার পুলিশ সদস্যরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। আপনারা মাদক ব্যবসায়ীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।