মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপাআমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন ) সকালে উপজেলা সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান রঞ্জিতা শর্মা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার নাজমুল কায়ছার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার গোবিন্দ তন্দ্র দে, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আজিজুল ইসলাম খান, উপ-সহকারী কৃষি অফিসার নজরুল ইসলাম, সুরঞ্জিত ধর, রিপন কান্তি দাস, আতিকুর রহমান, কৃষক ভাগ্য সিংহ প্রমূখ।
স্বাগত বক্তব্য উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, জুড়ী উপজেলা কৃষিক্ষেত্রে একটি সম্ভবনায় উপজেলা। এ উপজেলায় কৃষকদের বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের পাশে উপজেলা কৃষি অফিস সবসময় আছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ বলেন, করোনার মধ্যেও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। করোনার মধ্যেও সরকার দেশের প্রান্তিক কৃষকদের প্রণোদনা দিয়ে যাচ্ছে। এ সময় তিনি আরোও বলেন, কৃষক ভাইদের কে সরকারের পক্ষ থেকে আমি স্যালুট জানাই। কৃষকদের আন্তরিক পরিশ্রমের জন্যই আমরা দেশে খাদ্যের যোগান পাচ্ছি। সরকার কৃষকদের পাশে আছে আগামীতেও থাকবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে আরিফ ২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপাআমনের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি বীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়।