মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করে ঘোষণা দিয়েছে, ‘নো মাস্ক নো সার্ভিস’।
সরকারি অফিস হোক বা বেসরকারি অফিস হোক মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না, সেবা পাওয়া তো পরের কথা।
মঙ্গলবার ( ৮ ডিসেম্বর) জুড়ী উপজেলা ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মাছুম রেজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সিলেট লাইভ টিভি সম্পাদক সায়েম জাফর ইমামী, জুড়ী টাইমস সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা আব্দুল হান্নান, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশ, সহ-সভাপতি কুতুব উদ্দিন জসিম, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহিন, ফয়সাল আহমেদ, সাইফুর রহমান, হাশেম, আব্দুল্লাহ আল মাহি, শাওন প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন অফিসে ‘নো মাস্ক,নো সার্ভিস ‘ স্টিকার লাগানো ও মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বলেন, শীতকালে করোনার প্রভাব বাড়বে এবং সকলকে মাস্ক পরা বাধ্যতামূলক করতে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।