মাইকেল নংরুম, জুড়ী(মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে জায়ফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জুড়ী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য প্রয়াত মো. নজমুল ইসলামের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার (১৩ ফেব্রুয়ারী) ইউনিয়ন হলরুমে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জায়ফরনগর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারার সঞ্চালনায় ও ইউপি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় মনি, উপজেলা তাতীঁ লীগ আহ্বায়ক হাজী রহমত আলী, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, গোয়ালবাড়ী ইউপি আওয়ামী লীগের সভাপতি রাজকুমার বারই, ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ লেমন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, পূর্ব জুড়ী ইউপি আওয়ামী লীগের সহ সভাপতি ভাগ্য সিংহ,
সাধারণ সম্পাদক মইন উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভুঁইয়া উজ্জ্বলসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নজমুল ইসলাম মাষ্টার ছিলেন একজন ত্যাগী নেতা তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর স্বপ্ন ছিল একটা মাদ্রাসা করা, আমি চেষ্টা করবো তাঁর স্বপ্ন পূরণ করা। উল্লেখ্য, নজমুল ইসলাম মাষ্টার গত জানুয়ারি মাসের ২৭ তারিখে মৃত্যুবরণ করেন।