মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে প্রবাসীদের সংগঠন প্রবাসী সমাজকল্যাণ তহবিলের পক্ষ থেকে রামাদ্বান মাস উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ এপ্রিল) উপজেলার জায়ফরনগর উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলামের সভাপতিত্বে ও প্রবাসী সমাজকল্যাণ তহবিল বাংলাদেশ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান নোমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রবাসী সমাজকল্যাণ তহবিলের উপদেষ্টা লোকমান খান, হেলাল উদ্দিন, সভাপতি জামিল আহমদ, সমাজ সেবক ফটিক মিয়া, বশির মিয়া, ফখরুল ইসলাম, সাংবাদিক ফখরুল ইসলাম, উৎসর্গ ফাউন্ডেশনের জেলা সভাপতি মো. বেলাল হোসাইন, হাকালুকি যুব সংঘের সভাপতি খাইরুল ইসলাম রাজন প্রমুখ।
১০৫ জনকে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, খেজুর, ট্যাংক, চিনি, চানা, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা করা হয়।