মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী-বড়লেখায় ফ্রী হিউম্যান অক্সিজেন সার্ভিস কার্যক্রম চালু হয়েছে।
রোববার (২৩ মে) দুপুরে উপজেলার পোস্ট অফিস রোডস্থ একটি হলরুমে ফ্রী অক্সিজেন সার্ভিস কার্যক্রমটি উদ্বোধন করেন এস এম জাকির হোসাইন।
এস এম জাকির হোসাইন বলেন, মহামারি করোনাকালীন সময়ে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অক্সিজেন সংকটের কারণে করোনাক্রান্ত রোগী হাহাকার ছিল। সেজন্য কিছুদিন আগে ভারত আমাদের দেশে অক্সিজেনের সরবরাহ বন্ধ করে দিয়েছিল। আমাদের দেশে বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে অক্সিজেন সেবা শুরু করেছেন। আমরা জুড়ী-বড়লেখায় এ অক্সিজেন সেবাটি চালু করেছি। আমরা প্রথমে ৬টি সিলিন্ডার দিয়ে শুরু করেছি। এ সেবাটি নিতে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র লাগবে। যারা অক্সিজেন নিতে প্রয়োজন মনে করেন আমাদের সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের কাছে পৌঁছে দিবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার মহামারি করোনাভাইরাস শুরুর প্রথম থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নির্দেশ দিয়েছেন যার যার সামর্থ্য অনুযায়ী অসহায়, দুস্ত মানুষের পাশে দাড়ানো। এরই ধারাবাহিকতায় আমি আমার উদ্যোগে স্থানীয় সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে জুড়ী-বড়লেখার মানুষের জন্যে এ অক্সিজেন সেবাটি চালু করেছি।
এসময় উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বড়লেখা পৌরসভার প্যানেল মেয়র রোকন পারবেজ রিপন, প্রথম আলোর প্রতিনিধি সাংবাদিক কল্যাণ প্রসুণ চম্পু, মানবজমিনের ফখরুল ইসলাম, দেশকালের মাইকেল নংরুম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, সহ সম্পাদক ইকবাল খান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, মুগদা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহদেদ নুসায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মারুফ খান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রাজিব বৈদ্য রাজু, কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তাপস দাস প্রমূখ।