মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে ২ চা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৮ এপ্রিল) উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগানে এ মর্মান্তিক মৃত্যুর দূর্ঘটনা ঘটে।
ফুলতলা ইউনিয়ন পরিষদের সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বলেন, সকাল নয়টা থেকে সাড়ে নয়টার দিকে প্রথমে প্রচুর বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির এক পর্যায়ে বিকট শব্দে তাদের ঘরে বজ্রপাত হয়। বজ্রপাতের সময় মৃত্যুবরণকারী দুজন তাদের ঘরেই ছিল। ঘরে থাকা অবস্থায় বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই তারা মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণকারী দুজন ফুলতলা চা বাগানের নন্দ ভুমিজের পুত্র রমণ ভূমিজ (২৭) ও শ্যামল ভুমিজের মেয়ে ললিতা ভূমিজ (১৩)।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের একজন শিশু আর আরেকজন চা শ্রমিক। ঘটনার সময় তারা সবাই বাড়িতেই ছিলেন।