মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের জুড়ীতে একটি লেপ তোষকের গুদামে ভয়াবহ আগুন লেগে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি শনিবার (১২ ডিসেম্বার) বিকেল আড়াইটায় জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জুড়ী উপজেলা চত্ত্বর বদরুল ইসলামের শাহজালাল (রহ:) ওয়াষ্ট কঠন রিফাইনারী এন্ড বেডিং ষ্টোরে ঘটেছে।
জানা গেছে, ওই দিন আড়াইটায় বদরুল ইসলামের লেপ তোষকের গুদামে আগুন লেগে গুদামের ওয়াষ্ট কঠন রিফাইনারী মিশিনের ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ অন্যান্য সরঞ্জামাধি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে লেগে পড়ে।
খবর পেয়ে কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনা স্থালে পৌঁছে জনতা ও ফায়ার সার্ভিস বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিদ্যুতের শট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন। জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী লেপ তোষকের গুদামে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।