• শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
কোন মায়ায় তুমি বেঁধেছো প্রেমিকেরে? মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের গ্রেপ্তারের দাবীতে পাবনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের মানব বন্ধন অনুষ্ঠিত লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা   লৌহজংয়ে ভূমিহীন-গৃহহীন ৪৫ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর মাধবপুরে পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ইফতার”খাদ্য সামগ্রী বিতরণ লৌহজংয়ে দশ ট্রাক চায়না দুয়ারি আটক দৌলতখানে উঃ জয়নগর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ ফরিদগঞ্জে ৩১ পরিবার মুজিবর্ষের ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা ভোলা কাচিয়া সাহামাদার মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া অনুষ্ঠিত লৌহজংয়ে ১৭ জেলে পরিবারের মাঝে বকনা বাছুর বিতরণ

জ্বালানী তেল পাইপ লাইন স্হাপনে বিলম্বে তিন গ্রামের  বাসিন্দাদের দূর্ভোগ চরমে

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধি (চট্টগ্রাম): / ১৬০ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ১৮ মে, ২০২২

চট্টগ্রাম জেলাম সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট বাজারের ভায়েরখীল সড়কের মুখে প্রায় আড়াই মাসের অধিক সময় ধরে জোড়া দিয়ে ফেলে রাখা হয়েছে ডিজেল পেট্রোল ও অকটেন সঞ্চালন স্হাপনা লাইনের পাইপ। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে তড়িঘড়ি করে সঞ্চালক পাইপ জোড়া দেওয়া হয়। কিন্তু জোড়া দেওয়ার আড়াই মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনো সড়কের মুখে তিন ফুটের ও অধিক উচ্চতায় দাঁড়িয়ে আছে সঞ্চালক এ পাইপের লাইনটি। বাড়বকুণ্ড ইউনিয়নের ভায়েরখীল,আলী চৌধুরী পাড়া,ইয়াছিন নগর ও আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়কটি দীর্ঘদিন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। ভুক্তভোগী এলাকাবাসীরা জানান,বিষয়টি নিয়ে তারা পাইপলাইনের সাথে জড়িত সিজিপিএল’এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে একাধিকবার ধরনা দিলেও কোন সুফল মিলেনি। বিভিন্ন ধরনের নিয়মনীতি ও সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংশ্লিষ্টরা তাদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে সড়কের মুখে থাকা পাইপ লাইন মাড়িয়ে পার হওয়ার সময় আহত হয়েছেন এলাকার বেশ কয়েকজন বয়স্ক নারী পুরুষ ও শিশু। সড়কটি বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা নেওয়া ও রোগী পারাপারে সীমাহীন দুর্ভোগে রয়েছেন বলেও জানিয়েছেন এলাকাবাসী। ভায়েরখীল এলাকার বাসিন্দা মো.তৌফিক উদ্দিন জানান,ঈদের সপ্তাহ খানেক আগে সড়কের মুখে থাকা পাইপ লাইন পার হতে গিয়ে আচড়ে পরে গুরুতর আহত হন তার ফুফু খালেদা আক্তার (৫৫)।ঘটনার পর স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে তার ফুফুকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বিকেলের পর পায়ে তীব্র ব্যাথা ও পা ফুলে যাওয়ার পাশাপাশি তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিলেও পাইপলাইনের প্রতিবন্ধকতার কারণে এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকানো সম্ভব হয়নি। ফলে সে সহ ৩/৪ জনের সহযোগিতায় তার ফুফুকে পাঁজাকোলা করে এক থেকে দেড় কিলোমিটার পথ মাড়িয়ে বাজারে আনা হয়। তারপর অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। ইয়াছিন নগর এলাকার বাসিন্দা মো.আমির হোসেন জানান, জীবন জীবিকা নির্বাহ ও যাতায়াতে এই সড়কটি তিন গ্রামের প্রায় চার হাজার বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তা।কিন্তু চলাচলে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি পাইপ লাইনের কাজের জন্য দু’মাসের অধিক সময় ধরে বন্ধ রাখা হয়েছে। সড়কটি বন্ধের কারনে বর্তমানে আমরা চরম অসহায় অবস্থায় রয়েছি। সড়কটি বাঁধের ফলে গাড়ি যাতায়াত করতে না পারায় এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে যথা সময়ে হাসপাতালে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।তবে সড়কটি দীর্ঘদিন বন্ধ থাকায় জীবন-জীবিকার তাগিদে এলাকার অধিকাংশ লোকজন জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের মাঝ পথ দিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী আনা-নেওয়া করছেন। ভায়েরখীল এলাকার আরেক বাসিন্দা শিক্ষক খুরশীদ আলম জানান,সিজিপিএল প্রজেক্টর সঞ্চালক পাইপলাইনের কাজ করা হলেও উপজেলার কোথাও চলাচলের রাস্তা বন্ধ করা হয়নি। যার ফলে এলাকার বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা নেওয়ায় ভোগান্তির পাশাপাশি অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চরম দিশাহীন অবস্থায় পড়ছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও সমস্যার সমাধান মিলেনি। তিনিসহ সচেতন মহলের একটি প্রশ্ন? পাইপ লাইনের মাধ্যমে তিন গ্রামের বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এ সমস্যার সমাধান কবে মিলবে ! বায়তুল আমান জামে মসজিদের ( শুকলালহাট জামে মসজিদ) সভাপতি মো.ফিরোজ শাহ জানান,সড়কের মুখে পাইপটি জোড়া দিয়ে রাখায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে সড়কের পূর্বপাশে থাকা বাজারের মসজিদে মুসল্লিদের যাওয়া আসায় এবং এলাকার বাসিন্দারের চলাচলে তারা বেশ কয়েকটি বালুর বস্তা পাইপ লাইনের দু’পাশে বসিয়ে দিয়েছেন। প্রায় তিন থেকে চার ফুট উচু এ পাইপ লাইনটি তারা বালুর বস্তার উপর উঠে পার হচ্ছেন। বালুর বস্তার উপর দিয়ে পাইপ লাইন পার হতে গিয়ে এলাকাবাসীর পাশাপাশি পা পিছলে পড়ে বেশ কয়েকজন মুসল্লিও আহত হয়েছেন। তিনি স্থানীয় এলাকাবাসী ও মসজিদে আগত মুসল্লীদের ভোগান্তি লাঘবে সড়কের মুখে থাকা পাইপ লাইনটি সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে সিজিপিএল প্রোজেক্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম বাবু প্রতিনিধি কে জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে পাইপলাইনের চলমান কাজটি তারা তদারকি করছে। এ পাইপ লাইনের ভেতর দিয়ে ডিজেল,পেট্টোল ও অকটেন নেওয়া হবে।ইতিমধ্যে সড়কের অনেক জায়গায় পাইপ লাইনগুলোর জোড়া দেওয়ার কাজ শেষ করা হয়েছে।পাইপের জোড়া দেওয়া অংশগুলোকে মেশিনের মাধ্যমে স্ক্র‌্যানিং করার পর তা মাটির নিচে পুঁতে দেওয়া হবে। তিনি আরো জানান,পাইপ লাইনের কারনে সড়ক বন্ধের বিষয়টি তিনি অবগত নন। এ ব্যাপারে সহসাই খোঁজ নিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌