ওহিদুল ইসলাম, শরীয়তপুর সদর উপজেলা প্রতিনিধি।
এপেক্স ক্লাবস অব বাংলাদেশ প্রতিদিনের মতো ১৫ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার ষষ্ঠদিনের মত ঢাকাস্থ জয়কালী মন্দির মোড়ে পথাচারিদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে ধারাবাহিক সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। এ সময় এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী, জেলা গভর্ণর-১ এপেঃ আঃ রহিম রণি, জাতীয় সচিব এপেঃ রফিক, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ আনোয়ার হোসেন বাবু, এপেঃ বাসার (ঢাকা নর্থ), এপেঃ রানা (রমনা ক্লাব) প্রমুখ।