ওহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।
“মুমূর্ষুদের বাচাঁতেপ্রাণ, আসুন করি রক্ত দান”
এই স্লোগানকে সামনে রেখে প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ দেশব্যাপী রক্তদানের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচলনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রোজ বুধবার রাত ১০ : ৩০ মিনিটে ভিডিও কলের মধ্যমে খান জাহান রিমনকে সভাপতি এবং অনিকুল ইসলাম আশিককে সাধারন সম্পাদক করে মোট ২১ জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ঝালকাঠি জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান যুব ও ক্রিড়া সংগঠক , সংগঠনের প্রান প্রিয় ব্যক্তিত্ব প্রতিক্ষণ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির স্বপ্নদ্রষ্টা তারুণ্যের প্রতীক রক্তযোদ্ধা আল সাজিদুল ইসলাম দুলাল।
এসময় অনলাইনে উপস্থিত ছিলেন প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাসুদুর রহমান।
প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান আল সাজিদুল ইসলাম দুলালকে ধন্যবাদ জানান এবং তার সহযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ।