সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের টঙ্গীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়।ঐ দিন রাতে নিহতের বড় মেয়ে তুলি বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তথ্য প্রযুক্তির সহযোগিতায় সিলেট থেকে গ্রেফতার করে অভিযুক্ত সৈজ উদ্দিন খান (৭০) নামের বৃদ্ধকে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযুক্ত বৃদ্ধার তথ্যের উপর হত্যার ব্যবহৃত চাকুটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়,”স্বপ্না রায় ওরফে ফাতেমা আক্তার সুমি (৩০) হিন্দু ধর্ম ত্যাগ করে অনুমান ৭/৮ বছর পূর্বে মুসলিম ধর্ম গ্রহণ করেন এবং বিভিন্ন মেসে রান্না করা খাবার সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন।গত ১৬/০৫/২০২১ইং তারিখ সকাল অনুমান ৬টার সময় স্বপ্না রায় বাসা হইতে কাজের উদ্দেশ্যে বাহির হয়ে ঐ দিন সকাল সাড়ে ৬টায় দিকে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া হাউজ বিল্ডিং জনৈক শাহাদাৎ এর বাড়ীর সামনে বনমালা রোডের পাকা রাস্তার উপর আসলে পূর্ব হইতে উৎ পেতে থাকা আসামীর হাতে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের ডান পায়ের উরুতে কোপ মেরে গুরুত্বর রক্তাক্ত জখম করে।গুরুত্বর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকলে পথচারী ও স্থানীয় লোকজন স্বপ্না রায়কে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উক্ত ঘটনায় ভিকটিমের মেয়ে তুলি,বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন।তার অভিযোগের প্রেক্ষিতে টঙ্গী পূর্ব থানার মামলা নং-২২,তারিখ-১৬/০৫/২০২১খ্রিঃ,ধারা-৩০২পেনাল কোড রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/শেখ সজল হোসেন মামলা রুজুর পর হইতে মাননীয় পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (পিপিএম সেবা) মহোদয় এবং উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) বিভাগ মোহাম্মদ ইলতুৎ মিশ মহোদয় মামলার মুল রহস্য উৎঘাটন ও আসামী গ্রেফতারের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
মামলার ঘটনার সাথে জড়িত আসামীকে সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীর অবস্থান শনাক্ত করে গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন গৌবিন্দপুর গ্রামের পল্লী বিদ্যুৎ অফিস নির্মান শ্রমিকের কাজ করা অবস্থায় মোঃ সৈজ উদ্দিন খান (৭০),পিতা- মৃত তুরাব আলী খান, সাং নাগপাড়া,থানা+জেলা- ঝালকাঠি,বর্তমান সাং দত্তপাড়া হাউজ বিল্ডিং,নীলাচল রোড,আলমগীর এর বাড়ীর ভাড়াটিয়া,থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর গাজীপুর’কে গ্রেফতার করে।
আসামীর দেখানো মতে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া ইসলামপুর সাকিনস্থ জনৈক আতাউর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া তার ছেলের স্ত্রী মোছাঃ জাহানারা বেগম এর বসত ঘরের রান্না ঘরের সেডের উপর হইতে হত্যার কাজে ব্যাবহৃত রক্ত মাখা চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় ভিকটিম স্বপ্না রায় ওরফে ফাতেমা আক্তার সুমি’কে সে পছন্দ করিত।আসামী ভিকটিমকে বিবাহের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখান করায় আসামী ক্ষিপ্ত হয়ে হত্যা করার পরিকল্পনা করে এবং গত ১৬/০৫/২০২১ইং তারিখে সকাল অনুমান ৬.৪৫ ঘটিকায় স্বপ্না রায়কে ডান পায়ের উরুতে ধারালো চাকু দিয়ে গুরুত্বর আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আসামী মোঃ সৈজ উদ্দিন খান জানতে পারে স্বপ্না মারা গেছে।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় থানা পুলিশ।বেলা সাড়ে ১২টার দিকে গ্রেফতার করে অভিযুক্ত সৈজ উদ্দিন খানকে আদালতে পাঠানো হয়।