সিলেট প্রতিনিধিঃ
অদ্য ২৩/০৬/২০২১ খ্রিঃ তারিখে ট্রাফিক পক্ষ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পুলিশ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট হুমায়ুন রশীদ চত্বর, মধুবন পয়েন্ট, শেখঘাট পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট ও ওভার ব্রীজের নিচে চেকপোস্ট পরিচালনা করে মোট ৯৪টি মামলা ও ৬৮টি গাড়ি আটক করা হয়। ট্রাফিক বিভাগের QRT টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৫৩টি মামলা ও ২৫টি যানবাহন আটক করে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ডিউটিতে নিয়োজিত ট্রাফিক পুলিশ ৪৭টি মামলা ও ১৮টি গাড়ি আটক করে। উল্লেখ্য যে সিএনজি ৬২টি, মোটরসাইকেল ৮৯টি, প্রাইভেট কার ১৬টি ও অন্যান্য ২২টি মামলা সহ মোট ১৮৯টি মামলা দেওয়া হয় এবং সিএনজি ১৭টি , মোটরসাইকেল ৬২টি, প্রাইভেট কার ০৬টি , অন্যান্য ২৬টি সহ মোট ১১১টি গাড়ি আটক করা হয়।