মেজবা রহমান;নিজস্ব প্রতিনিধি :
সময় যেন বিপরীত দিকে চলছে ডোনাল্ড ট্রাম্পের।খারাপ সময় পিছু ছাড়তে পারছেন না।আমেরিকা’র এক সময়ের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পর্শকাতর এ সময়ে ফেসবুক পরিষেবা ব্যবহার করতে দেওয়া ঝূঁকিপূর্ণ বলে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফেসবুকে এক বিবৃতিতে এ কথা বলেন প্রতিষ্ঠানটির নির্বাহী মার্ক জাকারবার্গ।
প্রথম দফায় ২৪ ঘন্টা নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে দুই সপ্তাহ করা হয়েছে এবং এই নিষেধাজ্ঞা ফেসবুক-মালিকানাধীন ইন্সটাগ্রামেও কার্যকর হবে বলেও জানান জাকারবার্গ।
নিষেধাজ্ঞার বিষয়ে তিনি আরো বলেন, “প্রেসিডেন্ট ক্যাপিটল হিলে তার সমর্থকদের হামলার ঘটনায় নিন্দা জানানোর পরিবর্তে পরোক্ষভাবে উৎসাহ প্রদান করার ব্যাপারটি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বকে ব্যথিত করেছে।” এ বিষয়ে যোগাযোগ করা হলে মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউজ মুখপাত্র।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে আসছিলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সমর্থকরা।
এ বিষয়ে ব্যবস্থা নিতে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর উপর চাপ প্রয়োগ করে আসছিলো ব্যবহারকারীরা। কয়েকটি মানবাধিকার সংস্থা ডোনাল্ড ট্রাম্পের একাউন্টগুলো স্থায়ীভাবে বন্ধের দাবীও জানান।তার প্রেক্ষিতেই উক্ত সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাগারবার্গ।