আমিন ধামরাই ঢাকা প্রতিনিধি:
ঢাকা জেলার ধামরাই উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের সূতিপাড়া বাস স্ট্যান্ডে ট্রাক চাপায় মোঃ শাওন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সূতিপাড়া বাস স্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মোঃ শাওন হোসেন ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার গ্রামের।তার পিতার নাম মৃত শাজাহান মিয়া।
পুলিশ সুত্রে জানা যায় সন্ধ্যায় কালামপুর থেকে নিজ বাড়ির দিকে যাওয়ার সময় সূতিপাড়া বাস স্ট্যান্ড এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এসময় অপর দিক আসা মানিকগঞ্জগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে কালামপুর পদ্মা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময়হাসপাতালের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক জানান। নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।