আমিন ধামরাই ( ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকা জেলার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নে অবস্থিত মােহাম্মদী গার্ডেনের মালিকানা সম্পত্তি জালিয়াতির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে শেখ বুলবুল ও শেখ আব্দুস শামীম নামে দুই ভুক্তভোগী।
গত বুধবার ২৭ জানুয়ারি দুপুরে ধামরাই উপজেলা প্রেসক্লাবের হল রুমে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় দুই ভুক্তভোগী বলেন –
আমরা মােহাম্মদী গার্ডেনের যৌথ মালিকানা সম্পত্তির মালিক (১ শেখ বুলবুল আহমেদ ( ২. শেখ আব্দুস শামীম) উভয়ের পিতা মরহুম শেখ আব্দুস সামাদ। আমরা আপনাদের মাধ্যমে সত্যি ঘটনা তুলে ধরার জন্য, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করিতেছি।
উল্লেখঃ ভূয়া রেজিষ্ট্রিবিহীন লিজ চুক্তিপত্র দলিল দাখিল করে জালিয়াতির মাধ্যমে মােহাম্মদী গার্ডেনের
নামে আমার মালিকানা জমি আত্মসাত কারী শেখ আব্দুস সালামের দৃষ্টান্ত মূলক বিচারের দাবিতে, আয়ােজিত আজকের সাংবাদিক সম্মেলনে আমরা দুই ভাই শেখ বুলবুল আহমেদ ও শেখ আব্দুস শামীম, এই মর্মে জানাইতেছি যে। আমরা মালিকানা (৫১৯) পাঁচশত উনিশ শতক সম্পত্তি যাহা মহিষাশি, উত্তর নওহাটা, ধলকুণ্ডু মৌজায় অবস্থিত । শেখ আব্দুস সালাম মােহাম্মদী গার্ডেনের ভূয়া লিজ চুক্তিপত্র তৈরী
করিয়াছে । যাহাতে আমি স্বাক্ষর করি নাই, আমার ছবিও নাই, উক্ত লিজ চুক্তি পত্রে সে আমাদের মহিষাশি মৌজার বাড়িকে মোহাম্মদী গার্ডেন পিকনিক স্পট নামে অন্তর্ভুক্ত করিয়াছে।
যাহার খতিয়ান – নাম্বার সি.এস ৪৭৬, এস.এ ৫১৮ ও ৫১৯ আর.এস ০৮ ও ২৬৯ যাহা খুবিই বেদনা দায়ক।
শেখ আব্দুস সালাম ভূয়া লিজ দলিল তৈরী করিয়া আমাদের মহিষাশি, ধলকুণ্ডু ও উত্তর
নওহাটা এই তিন মৌজায় ৫১৯ শতাংশ জমির উপর আদালতে মিথ্যা মােকদ্দমা দায়ের করিয়াছে
আমি উক্ত মােকদ্দমার খারিজ চাই এবং জালিয়াত আব্দুস সালামের বিচার চাই। আমি বার বার
বণ্ঠনের কথা বলিলেও জালিয়াত আব্দুস সালাম মোহাম্মদী গার্ডেনের নামে অবৈধ ব্যবসা করিতেছে। আমি
উক্ত মােকদ্দমা বাতিল চাই এবং আমার জমি চাই