সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি পিকআপ ভ্যান আটকিয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এসময় মহাসড়কে টহলরত পুলিশকে বিষয়টি জানালে তারা অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত ছিনতাইকারীরা হলো- কালিয়াকৈর উপজেলার হাটুরিয়া চালা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে শরীফ (২৪) ও গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার বোর্ড বাজার এলাকার আলতাফ হোসেনের ছেলে নুর নবী (২৫)।
পুলিশ জানায়,”ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যান উপজেলার বেনুপুর বাজারে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একদল ছিনতাইকারী বাস দিয়ে ব্যারিগেট দেয়।পরে কয়েকজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬ হাজার টাকা মোবাইল সেট ছিনতাই করে কালিয়াকৈরের দিকে পালিয়ে যায়।এসময় মহাসড়কে টহলরত পুলিশকে ঘটনাটি খুলে বললে পুলিশ ছিনতাইকারীদের পিছু নেয়।পুলিশ কালিয়াকৈরের হিজলতলী এলাকায় অভিযান চালিয়ে বাসটিসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।এসময় আরো দুই ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ একটি রামদা,একটি স্টীলের চাকু ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করেন।”
এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক সুব্রত সূত্রধর বাদী হয়ে শনিবার সন্ধ্যায় চারজনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলো- একই উপজেলার জালশুকা গ্রামের শাহিন ও একই উপজেলার পাবুরিয়া চালা গ্রামের রকি।এই দুই আসামী পলাতক রয়েছে বলে পুলিশ জানান।
কালিয়াকৈর থানার এসআই ফরিদ মিয়া জানান,”এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।”