সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে পুলিশের কঠোর নজরদারি।বুধবার (১৪ মার্চ) সকাল থেকে চন্দ্রা ত্রিমোড় অংশে হাইওয়ে পুলিশের কঠোর নজরদারি অভিযানে নানা ধরনের গাড়িতে চলাচলকারী নারী পুরুষকে আটকে ফেরত দেওয়া হচ্ছে তাদের বাড়িতে।
তবে মহাসড়কে অটোরিক্সা,সিএনজি,ভ্যানসহ বিভিন্ন তিন চাকার গাড়ীতে যাত্রী চলাচল করতে দেখা যায়।
পুলিশ জানায়,করোনা প্রতিরোধে চেক পোষ্ট অভিযানে পোশাক কারখানার শ্রমিক,জরুরী সেবা কাজে যারা আছে,তাদেরকেই ঢাকা যেতে দেওয়া হচ্ছে।কাচামাল পন্যবাহী,মেডিকেল সেবা জরুরী কাজে নিয়োজিত তাদেরকেই ঢাকা যেতে দেয়া হচ্ছে,সরকারী নির্দেশনা মেনে।বাকী লোকদেরকে গাড়ি থেকে নামিয়ে ফেরত দেওয়া হচ্ছে বাড়িতে।দেশে করোনা ভাইরাস বেড়ে চলায় এ অভিযান বেশী বেশী জোরদার করা হয়েছে।
সালনা হাইওয়ে (কোনাবাড়ি) থানার ওসি মীর গোলাম ফারুক জানান,ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চেক জোরদার করা হয়েছে।তবে মহাসড়কে তিন চাকার যানচলা করতে পারবে না।গনপরিবহন বন্ধ থাকায় মানুষ নানা ভাবে ঢাকায় ঢুকে পড়ার চেষ্টা করছে।আমরা তা প্রতিহত করার চেষ্টা করছি।এ অভিযান অব্যাহত থাকবে।