রোকন বিশ্বাস-ষ্টাফ রিপোর্টার,পাবনাঃ
পাবনা জেলার তৃতীয় লিঙ্গকে সমাজে প্রতিষ্ঠিত করতে এখনো হাল ছাড়েন নি সমাজ সেবক লিয়াকত আলী।।
তৃতীয় লিঙ্গ এখনো সমাজে অবহেলিত হয়ে আছে এবং নিজেদের জীবিকা নির্বাহ করার জন্য এখনো যেতে হয় অন্যর দ্বারে দ্বারে এই সকল কিছু দেখে তিনি বিভিন্ন নেতা কর্মীদের সাথে কথা বলে সরকারি বাসস্থান এবং নিজের কর্ম নিজেই করতে পারে তার কিছু ব্যবস্থা করার জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।
এই সমাজের মানুষ হয়ে কেনই বা অবহেলার পাত্র হিসাবে বেঁচে থাকবে এই তৃতীয় লিঙ্গের মানুষ।।
লিয়াকত আলী আরো জানিয়েছেন,আমি সরকারের প্রতিনিধি মাননীয় সংসদ সদস্যর কাছে এই তৃতীয় লিঙ্গের বিষয়ে জানিয়ে সরকারের পক্ষ থেকে বাসস্থান,কর্মসংস্থানের জন্য চেষ্টা করছি।
লিয়াকত আলীর কথাতে এলাকাবাসী একমত পোষণ করেছেন৷
আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগ দল করি আমি যদি সমাজকে কিছু দিতে না পারি তাহলে আমার জীবনে রাজনীতি করা সম্পূর্ণ ভুল হবে।আমরা যারা দল করি তাদের সঠিক চিন্তা চেতনা থাকতে হবে এবং সার্বিকভাবে মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াতে হবে তাহলেই প্রকৃত মানুষ বলে তাকে এমন মন্তব্য করেছেন,বাংলাদেশ আওয়ামীলীগের কাজির হাট ঘাট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী।।
আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন সঠিক পথে থেকে মানুষের সেবা করতে পারি।।