সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা এলাকা থেকে এক নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এক নরসুন্দরকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কাশিমপুর থানা পুলিশ।এ সময় নাবালিকা কন্যাকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার নরসুন্দরের নাম চানমিয়া (৫৬)।তিনি লালমনিরহাট জেলার গুলজার হোসেনের ছেলে।
অপহৃত হওয়া নাবালিকা কন্যা (১৩) গাইবান্ধা জেলার জাহিদুল ইসলামের কন্যা।সে স্থানীয় এক মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে অধ্যায়ন করে।
জি এম পির কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা জানান,চানমিয়া পেশায় নরসুন্দর,থাকেন কাশিমপুর এলাকাতে।নরসুন্দর হওয়ার কারণে অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে তার। স্ত্রী-সন্তান নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন কিন্তু হঠাৎ তার নজর পড়ে মেয়ের বয়সী নাবালিকার দিকে। পরবর্তীতে সুযোগ বুঝে ফুসলিয়ে নানা প্রলোভনে নাবালিকাকে নিয়ে নিরুদ্দেশ হওয়ার চিন্তায় ছিলেন।পরে গত ৪ জুন সে ওপেন নাবালিকাকে নিয়ে নিরুদ্দেশ হয়।পরে গত (১৬ জুন) বুধবার দুপুরে উক্ত নাবালিকার পিতা কাশিমপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর কাশিমপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় চানমিয়ার অবস্থান সনাক্ত করে বুধবার (১৬ জুন) রাতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থেকে নাবালিকাকে উদ্ধার করা হয় এবং চাঁদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) জাকির হাসান জানান,অভিযোগ প্রাপ্তির ১২ ঘণ্টার মধ্যেই কাশিমপুর থানার অভিযানে ভিকটিম উদ্ধার করা সম্ভব হয়েছে এবং রোমান্টিক আসামি চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বৃহস্পতিবার চানমিয়া কি আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নাবালিকার ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।