মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো।
ইংরেজি নববর্ষ বা থার্টিফাষ্ট নাইটকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা রোধে চট্টগ্রাম মহানগর এলাকার জুড়ে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
নগরীর প্রবেশ মুখ বিশেষ করে চাক্তাই শাহ আমানত সেতু, কালুরঘাট প্রবেশ মুখ, সিটি গেইট, অক্সিজেন মোড় সহ নগরীর এসব মুখে পুলিশের আলাদা টিম অবস্হান করে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি এবং বিভিন্ন প্রকার যানবাহনে তল্লাশি চালাচ্ছে। নগর পুলিশের পাশাপাশি সাদা পোশাকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্হান নিতে দেখা গেছে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশের বিশেষ টিম।
সব ধরনের নাশকতা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্হার পাশাপাশি পুলিশের সাজোয়া যান প্রস্তুত রয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।
এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, যে কোন ধরনের নাশকতা মোকাবেলা করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর নেতৃত্বে নগর পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোন প্রকারের নাশকতা বা হামলা হুমকি নেই বলেও তিনি জানান।