মো: রায়হান হোসেন, দশমিনা (পটুয়াখালী) উপজেলা, প্রতিনিধি। পটুয়াখালী জেলা দশমিনা উপজেলা ঘূর্ণিঝড় মোখার ৮ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে।দশমিনা আজ ১৪ মে ২০২৩ রোজ রবিবার সকাল থেকে হালকা বৃষ্টি ও বায়ু প্রভাবিত হচ্ছে। নদী পানির ঢেউ স্থীর থাকা সত্যে দশমিনা উপজেলার হাজীর ঘাট থেকে কোনো নৌপরিবহন ছাড়া অনুমতি দেওয়া হয়নি। এদিকে সিপিপি কর্মীরা গত কয়েক দিন যাবত সর্তাক বার্তা দিয়ে যাচ্ছে। দশমিনার সিপিপি ৮ নং টিমির লিডার হাশেম ফকির জানায় পটুয়াখালী,গলাচিপা, বরগুনা, ভোলা, পয়রা ও সমুদ্র সৈকত কুয়াকাটা ৮ নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। তিনি আরো বলেন আমাদের টিম জেলেদের নদীতে যাওয়া জন্য নিষিদ্ধ ঘোষণা করেন। ঘূর্ণিঝড় কারণে পানি উচ্চতা ৮ থেকে ১২ হতে পারে। এবং তারা আবহাওয়া আপিসের বর্তা সর্ব সময়ে জন সাধারণের কাছে পোছানোর জন্য কাজ করে যাবে।তাদের সাথে ফায়ার সার্ভিস ও নৌ পরিবহন এর কর্মীরা কাজ করতেছে।