দাগন ভূঞা প্রতিনিধি: আজ ২০ মে শনিবার সকাল ১১ ঘটিকায় দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ২০২১-২২ সেশন ও ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ, মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ব্যবস্হাপনা কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক এজিপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা গাইডেন্স আইটি ইনস্টিটিউটের সম্মানিত চেয়ারম্যান জনাব হাসান আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট আল আকসা কম্পিউটার ট্রেনিং ও প্রিন্টিং এর সম্মানিত পরিচালক জনাব রিয়াজুল ইসলাম, সেবারহাট সাকসেসওয়ে কম্পিউটার সেন্টারের সম্মানিত পরিচালক জনাব ইমাম উদ্দিন, দাগনভূঁঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক জনাব অজয় কুমার দেব, জনাব দীপক চন্দ্র শর্মা, ইঞ্জিনিয়ার বাসুদেব মল্লিক, চৌধুরীহাট বি জমান উচ্চবিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক আরিফ সাহেব প্রমুখ।
অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন পর্বের শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষকমণ্ডলী, পরিচালকমণ্ডলী, বিশেষ অতিথিবৃন্দ ও প্রধান অতিথি – সকলের বক্তব্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণে এ পলিটেকনিক ইনস্টিটিউটের অবদানের কথা স্মরণ করেন। এ পলিটেকনিক ইনস্টিটিউটে এবার ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এ ফলাফলে ফেনী জেলার সকল পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে দাগনভূঞা সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রথম স্হান অর্জন করেছে।
আলোচনা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান, বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক মহোদয় কারিগরি ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব আরোপ করেন। তিনি তাঁর বক্তব্যে এ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য ধন্যবাদ প্রদান করেন।