মোঃ মারুফ হাওলাদার বাগেরহাট জেলা প্রতিনিধিঃ-
দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে শনিবার ২৭ ফেব্রুয়ারী সকাল ১১:০০ মিনিটে ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আইন- শৃংখলা কমিটির সভাপতি মো: ইস্রাফিল হাওলাদার এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ আইন-শৃংখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে বাস্তবায়িত ব্রেভ প্রকল্পের মোংলা উপজেলা সমন্বয়কারী কাজী মিজানুর রহমান উপস্থিত থেকে সভাটি পরিচালনা করেন, সভায় উপজেলা সমন্বয়কারী ব্রেভ প্রকল্পের লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরে ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সভার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় সকলকে অত্র এলাকায় জঙ্গিবাদ-উগ্রবাদের বিরুদ্ধে সামাজিক সহনশীল অবস্থান রাখার জন্য ঘৃণাজনিত উক্তি এবং ঘৃনাজনিত অপরাধের বিষয়গুলো তুলে ধরার জন্য অনুরোধ করেন।
মিঠাখালী ইউনিয়ন পরিষদের সচিব মো: গফ্ফার হোসাইন পূর্ববর্তি সভার সারসংক্ষেপ তুলে ধরে অত্র ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সকলকে উন্মুক্ত আলোচনার জন্য অবহিত করেন।ইউনিয়ন আইন-শৃংখলা কমিটির সদস্য এবং মিঠাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রিতিশ চন্দ্র হালদার দি হাঙ্গার প্রজেক্টের অনেক কার্যক্রমের মধ্যে এই সভাগুলো আয়োজন করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মিঠাখালী ইউনিয়নের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন পাশাপাশি গুজবে কান দিয়ে ঘৃনার বশবর্তি হয়ে কোনো অপরাধে সংগঠিত না হওয়ার জন্য সকলে আহবান করেন।
সর্বশেষ মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইন-শৃংখলা কমিটির সভাপতি মো: ইস্রাফিল হাওলাদার তার এলাকার আইন-শৃংখলা পরিস্থিতি অনেক ভালো আছে বলে জানান।
এছাড়া তিনি আইন-শৃংখলা পরিস্থিতির উপর সকলের উদ্যেশ্যে দিকনির্শনামূলক বক্তব্য প্রদানের মাধ্যমে সভাটির সমাপনি করেন ।