মোঃ মেহেদী হাসান – পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা-দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জনাব মোঃ গিয়াসউদ্দীন চৌধুরী মনোনয়ন পেয়েছেন।
আগামী ১৩ এপ্রিল প্রথমবারের মতো দেবীগঞ্জ পৌরসভা ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে,২০১৪ সালে দেবীগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠা পেয়েছেন,দেবীগঞ্জ বাসির দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটেছে শনিবার (১৩ মার্চ) সকালে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে চূড়ান্ত হয়েছে জনাব মোঃ গিয়াসউদ্দীন চৌধুরী।
গিয়াসউদ্দীন চৌধুরী দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন
এতে,(৬ষ্ঠ ধাপে)১১টি পৌরসভা নির্বাচনে মধ্যে দেবীগঞ্জ পৌরসভায় মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।