নিজস্ব প্রতিবেদক:
উপকূলীয় অঞ্চলে মৌসুমী অশান্ত নৌপথে ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ৭ মাস সি- সার্ভে/বেক্রসিং সনদধারী নৌযান ব্যতিত সকল যাত্রিবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করার লক্ষ্যে ও অবৈধ নৌযান চলাচল বন্ধ রাখার জন্য বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের আয়োজনে স্থানীয় লোকজনদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মে) দুপুর ১২ টায় দৌলতখান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটে এসভা হয়।
এসময় তজুমদ্দিন কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান বলেন, উপকূলীয় এলাকায় কাল বৈশাখীর ও ডেঞ্জার মৌসুম হিসাবে ঘোষনা করা হয়েছে। এসময় সি- সার্ভে/বেক্রসিং সনদধারী নৌযান ব্যতিত সব ধরনের ট্রলার, নৌ-যান নিষিদ্ধ করা হয়েছে। দৌলতখান টু আলেকজান্ডার নৌপথে ইঞ্জিনচালিত নৌকায় যাত্রী পারাপার হচ্ছে। যেগুলোর কোনো বেক্রসিং সনদ নেই। এসব রুট শুষ্ক মৌসুমে শান্ত থাকলেও বর্ষা মৌসুমে অশান্ত হয়ে উঠে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেন কোনো সনদ বিহীন নৌযান চলতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ অভিযান পরিচালনা করবে।