এম এ আশরাফ, বিশেষ প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে মেঘনা নদীতে নিষিদ্ধ জোনে ইলিশ শিকারের দায়ে ২৪ জেলেকে আটক করা হয়েছে।
১৮ মার্চ শনিবার উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করেন। এসময় ২৪ জেলেকে আটক ও ১০ টি ট্রলার, ১ লক্ষ মিটার কারেন্ট জাল, পোয়া জাল ৫টি, মশারি জাল ১টি, খুটি জাল ১টি সহ ৩ মন মাছ জব্দ করা হয়। পরে জেলেদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অবৈধ কারেন্ট জাল, খুটি জাল ও মশারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহফুজুল হাসনাইন জানান,
নিষেধাজ্ঞা অমান্য করা জেলেরা দৌলতখানের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে ইলিশ শিকার করে। অভিযানকালে নৌকা জাল সহ ২৪ জেলকে আটক করি। পরে উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামানের নির্দেশে জাল ও ট্রলারসহ ২৪ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং নৌকা, পোয়া জাল অভিযান পর্যন্ত জিম্মায় রাখা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।